আসৄhttps://btcl.dinajpur.gov.bd/আবাসলকডজাসকলডজা
ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) এমন একটি প্রযুক্তি যা গ্রাহককে পাবলিক আইপি নেটওয়ার্ক এর মধ্যেই সুরক্ষিত একটি প্রাইভেট নেটওয়ার্ক সংযোগ তৈরি করে দেয়। বিটিসিএল এর ভিপিএন সেবার মাধ্যমে আইএসপি/আইআইজি অপারেটর রা সর্বনিম্ন মূল্যে উচ্চ গতির ডাটা-ইন্টারনেট সেবা প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যেতে পারে, বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান তাদের শাখা অফিসের মধ্যে সর্বনিম্ন লেটেন্সিতে ভিডিও কনফারেন্সিং করতে পারে, ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠান তাদের শাখা অফিস ও ডাটা সেন্টারের মধ্যে সুরক্ষিত যোগাযোগ স্থাপনের জন্যও এই ভিপিএন সেবা ব্যবহার করতে পারে।
সংযোগের জন্যে আবেদন করুন উপ-মহাব্যবস্থাপক (ব্রডব্যান্ড-২), মগবাজার বিটিসিএল অফিস, ঢাকা-১২১৭
নতুন সংযোগ সংক্রান্ত সাপোর্ট ইমেইলঃ support.internet@btcl.gov.bd,
চলমান সংযোগ সংক্রান্ত সাপোর্ট ইমেইলঃ noc@btcl.gov.bd
লেয়ার-২ ভিপিএন হ'ল এক ধরণের ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) যা ডেটা পরিবহনে এমপিএলএস লেবেল ব্যবহার করে। এটি এমন একটি পদ্ধতি যা ইন্টারনেট পরিষেবা প্রদানকারী তাদের গ্রাহকদের নেটওয়ার্ক পৃথক করার কাজে ব্যবহার করে যাতে গ্রাহকগণ আইপি নেটওয়ার্কের মাধ্যমে ডেটা প্রেরণ করতে দেয়।
লেয়ার ৩ ভিপিএন (এল৩ভিপিএন) এক ধরণের ভিপিএন মোড যা ওএসআই লেয়ার ৩ নেটওয়ার্কিং প্রযুক্তি ব্যবহার করে নির্মিত। মূল ভিপিএন অবকাঠামো থেকে সম্পূর্ণ যোগাযোগ লেয়ার ৩ ভার্চুয়াল রাউটিং এবং ফরোয়ার্ডিং কৌশল ব্যবহার করে ফরওয়ার্ড করা হয়।
রেট ও চার্জ: VPN Price.pdf
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস