Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অর্জনসমূহ
  1. জেলা ও উপজেলা পর্যায়ে অপটিক্যাল ফাইবার স্থাপনের মাধ্যমে টেলিযোগাযোগ সেবার বিস্তৃতি।
  2. টেলিফোন সেবার মানোউন্নয়ণ।
  3. ইন্টারনেট সেবার বিস্তৃতি ও ৯৯% ট্রান্সমিশন লিংক একটিভ থাকার নিশ্চয়তা।
  4. সকল ডোমইন (.bd, .gov.bd, .বাংলা) রেজিস্ট্রেশন ৮০০/- টাকায় নির্ধারণ।
  5. বাংলায় ওয়েবসাইট (.বাংলা ডোমেইন) তৈরী।
  1. বর্তমানে দেশে কোন এনালগ এক্সচেঞ্জ নেই।সব এক্সচেঞ্জ ডিজিটালে রুপান্তর করা হয়েছে।
  2. বর্তমানে সরাদেশে প্রায় ২১,৫০০ কি.মি. অপটিক্যাল ফাইবার অবকাঠামো রয়েছে।
  3. বর্তমানে দেশের সব জেলা, উপজেলা এবং বেশ কিছু ইউনিয়ন পর্যন্ত দ্রুতগতির ইন্টারনেট সেবা সর্বত্র একই মূল্যে দেওয়া হচ্ছে।
  4. বর্তমানে ১২১২ টি ইউনিয়নে অপটিক্যাল ফাইবার সংযোগ প্রদান করা হয়েছে। আরো ২,৬০০ ইউনিয়নে অপটিক্যাল ফাইবার স্থাপন কাজ চলছে।
  5. ইতোমধ্যে ঢাকা ও চট্রগ্রামে IP based আধুনিক এক্সচেঞ্জ চালু করা হয়েছে যা পর্যায়ক্রমে সরা দেশে বিস্তৃত হচ্ছে।
  6. পার্বত্য এলাকার সব উপজেলায় ডিজিটাল এক্সচেঞ্জ স্থাপন করা হয়েছে।
  7. বর্তমানে ঢাকা-কুয়াকাটা উচ্চ ক্ষমতা সম্পন্ন লিংকের মাধ্যমে দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের সঙ্গে সংযোগ প্রদান করা হয়েছে।
  8. ঢাকা কক্সবাজার ব্যান্ড উইডথ পরিবহন ক্ষমতা ৬ গুন বৃদ্ধি করে 240 Gbps করা হয়েছে।
  9. বর্তমানে দেশের প্রায় সকল উপজেলা উচ্চক্ষমতার অপটিক্যাল ফাইবার দ্বারা জেলা পর্যায়ের সঙ্গে যুক্ত।
  10. বর্তমানে গ্রাহক (16402) ১৬৪০২ নাম্বারে কল করে অভিযোগ প্রদান করতে পারছেন।
  11. বর্তমানে গ্রাহক টেলিসেবা অ্যাপ এর মাধ্যমে টেলিযোগাযোগ সেবা সম্পর্কিত যাবতীয় অভিযোগ প্রদান ও কাঙ্খিত ফলাফল দেখতে পারছেন।
  12. বর্তমানে বিটিসিএল-বিটিসিএল ১৫০ টাকায় সারা মাস, বিটিসিএল-অন্যন্ন অপারেটর ৫২ পয়সা/মিনিট কথা বলার সুযোগ।
  13. বর্তমানে ব্যান্ড উইডথ চার্জ প্রতি Mbps প্রতি মাসে সর্বোচ্চ ৩৭৫.০০ টাকা এবং সর্বনিম্ন ১৮০.০০ টাকা।
  14. বর্তমানে .' বাংলা 'চালু করার মাধ্যমে ইন্টারনেট পরিমন্ডলে বাংলা ভাষায় ওয়েবসাইটের এড্রেস দেওয়ার সূচনা হয়।
  15. বর্তমানে .bd,.বাংলা রেজিষ্ট্রেশন সংক্রান্ত যাবতীয় কার্যাবলী অন লাইনে তাৎক্ষনিক ভাবে সম্পন্ন করা যাচ্ছে।
  16. বর্তমানে লেজার ম্যানেজমেন্ট অটোমেশন করা হয়েছে। ফলে গ্রাহক নিজেই ইন্টারনেট ব্যবহার করে তাৎক্ষনিকভাবে বিল প্রিন্ট নিতে পারছেন।
  17. বর্তমানে দেশের যে কোন স্থানের সঙ্গে ভিডিও কনফারেন্স করা সম্ভব হচ্ছে।
  18. বর্তমানে দেশের স্কুল/কলেজ, ট্রেনিং প্রতিষ্ঠান সমূহতে ফ্রি ওয়াইফাই জোন তৈরী করার প্রকল্প চালু হয়েছে।