Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

টেলিফোন সেবা

আপনার পরিবার এবং পরিচিতজনের বন্ধুদের সাথে বিটিসিএল এর ল্যান্ড টেলিফোন দিয়ে যোগাযোগ করুন। ল্যান্ডফোন , বাড়ি ও অফিসে যোগাযোগের সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম।

  • সর্বনিম্ন কলরেট
  • স্পষ্ট ভয়েস কোয়ালিটি
  • চার্জিং এর ঝামেলা নেই
  • পরিবেশ-বান্ধব
  • স্বাস্থ্যসম্মত

কোথায় আবেদন করতে হবে

সংযোগের জন্যে নিকটস্থ বিটিসিএল অফিসে যোগাযোগ করুন। বিস্তারিত জানতে "সর্বাধিক জিজ্ঞাসিত প্রশ্ন" বিভাগটি দেখুন অথবা ১৬৪০২ তে কল করুন। অনলাইনে আবেদনের জন্য এখানে ক্লিক করে সাইন আপ/ সাইন ইন করুন অথবা টেলিসেবা অ্যাপটি ডাউনলোড করুন।  

টেলিফোনের সাথে জিপন ইন্টারনেট

দ্রতগতির জিপন ইন্টারনেট সংযোগ নিন টেলিফোন সংযোগের সাথে। এই সংযোগ অপটিক্যাল ফাইবারের মাধ্যমে দেওয়া হয়। এই হাইস্পিড ব্যান্ডউইথ শেয়ারড ফাইবার অ্যাক্সেস প্রযুক্তি (গিগাবিট প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক) ভিডিও, ভয়েস এবং ইন্টারনেট যুগপৎভাবে সমর্থন করে।

টেলিফোনের সাথে এডিএসএল ইন্টারনেট

এডিএসএল ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ নিন টেলিফোন সংযোগের সাথে। এই সংযোগ টেলিফোনে প্রচলিত কপার কেবল ব্যবহার করে দেয়া হয়। এর মাধ্যমে আপনি যুগপৎভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট অ্যাক্সেস এবং টেলিফোনে কথা বলার সুবিধা পাবেন।

পিএবিএক্স

টেলিফোন লাইনে PABX ব্যবহার করা যায়। সর্বোচ্চ ৮টি পর্যন্ত অটোহান্টিং সুবিধা আছে।

PRI সংযোগ

PRI বা প্রাইমারি রেট ইন্টারফেস এমন একটি প্রযুক্তি যা আইএসডিএন বা ইন্টিগ্রেটেড সার্ভিসেস ডিজিটাল নেটওয়ার্ক কাঠামোর মধ্যে রয়েছে। একটি পিআরআই সংযোগ ৩০টি পৃথক লাইনের কল হ্যান্ডল করা যায়।

নতুন টেলিফোন সংযোগ চার্জ